দেশের তরুণ প্রজন্ম এবং খুদে বিজ্ঞানীদের উৎসাহ দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান। গতকাল জেডআরএফ কার্যালয়ে ‘ভার্চুয়াল বিজ্ঞান মেলা-২০২৪’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। প্রত্যেক প্রতিযোগীকে তাদের অভিনব বিজ্ঞান প্রকল্পের জন্য জানান প্রাণঢালা অভিনন্দন। মেলায় বিজয়ী ১৭ জনের মধ্যে পুরস্কার হিসেবে ল্যাপটপ ও সনদ বিতরণ করা হয়। বিজ্ঞান মেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর জেডআরএফের বোর্ড অব ডিরেক্টরস কমিটির সদস্য এবং উপদেষ্টাদের সঙ্গে মতবিনিময় করেন জুবাইদা রহমান। প্রথমবারের মতো প্রকাশ্য কোনো কর্মসূচিতে রাখা সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘খুদে বিজ্ঞানীদের মেধা, অধ্যবসায় এবং আত্মনির্ভরশীলতা সত্যিই অসাধারণ এবং আমাদের মুগ্ধ করেছে। আমি প্রত্যাশা করি, তোমরা তোমাদের জীবনের প্রত্যেক ক্ষেত্রে সার্থক হও এবং বিশ্বদরবারে দেশের মুখ উজ্জ্বল করো। বিজ্ঞানের প্রতি তোমাদের যে মমত্ববোধ তা দেখে আশা করি ভবিষ্যতে তোমরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে পৃথিবীর সমস্ত মানুষের জন্য কিছু করবে। ইনশাল্লাহ আমাদের সবার সহযোগিতা থাকবে।’
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার (ভার্চুয়ালি)। সঞ্চালনা করেন জেডআরএফের ডিরেক্টর (প্রোগ্রাম) ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ। স্বাগত বক্তব্য দেন জেডআরএফের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। আরও বক্তব্য দেন মেলার আহ্বায়ক অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার ও মেলার বিশেষ সমন্বয়ক ড. এস এম সোহাগ আউয়াল।