খেলাফত মজলিস ঘোষিত ১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ‘দাওয়াতি মাস ২০২৫’ যথাযোগ্যভাবে উদযাপন উপলক্ষে বাস্তবায়ন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ।
বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা আবু সাঈদ নোমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বাইতুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন খান এবং প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ।
বৈঠকে দাওয়াতি মাস সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত পরিকল্পনা গৃহীত হয়। খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলন- খেলাফত মজলিসের দাওয়াত জনগণের মাঝে ছড়িয়ে দিতে সব শাখাকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
বিডি-প্রতিদিন/বাজিত