রংপুরে সাবেক ইউপি চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রেজাউল কবির টুটুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে নগরীর আইডিয়াল মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। টুটুল মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক এবং চেংমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। গতকাল সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ২০২৪ সালের ১৮ জুলাই নগরীর মর্ডান মোড় এলাকায় রেজাউল কবির টুটুলসহ সন্ত্রাসীরা ছাত্র-জনতার ওপরে গুলি ছোড়ে। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়। পরে মামলা হলে আত্মগোপনে চলে যান তিনি। সোমবার রাতে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তাজহাট থানার ওসি শাহজাহান আলী বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলার আসামি রেজাউল কবির টুটুলকে গ্রেপ্তার করা হয়েছে।’