চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সানি আহম্মেদ (২৬) নামের অপহৃত এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণে জড়িত অভিযোগে পাঁচজনকে আটক করা হয়। সোমবার দিবাগত রাতে উপজেলার মোবারকপুর ইউনিয়নের গোলাপ বাজার থেকে সানিকে উদ্ধারসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন- উপজেলার বাগবাড়ি গ্রামের আরিফ (২৬), কালিগঞ্জ গ্রামের আল-আমিন (২০), জমিনপুর গ্রামের মোয়াজ্জেম হোসেন (২৫), এরাদত বিশ্বাস টোলার রাজু আহম্মেদ (২৩) ও পৌর এলাকার রাজু হোসেন (২৪)। জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাগবাড়ি বাজার থেকে মুদি ব্যবসায়ী সানিকে অপহরণ করে নিয়ে যায় আটকরা। রাত সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল গোলাপ বাজার থেকে সানিকে উদ্ধার ও পাঁচজনকে আটক করে।