ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দ্বিতীয়বারের মতো শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। আটটি অনুষদের সর্বোচ্চ ফলাফল অর্জনকারী ৩৫ শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে আইন অনুষদ থেকে সম্মাননা পাওয়া তিন শিক্ষার্থীই ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের। নির্বাচিত শিক্ষার্থীদের মেডেল, সনদপত্র ও আর্থিক সম্মাননা দেওয়া হয়।
আজ শনিবার বেলা ২ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ডিনস কমিটির আহ্বায়ক ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. এবিএম সিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ- উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও প্রভোস্টসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘তোমাদের সিভিতে আজকে থেকে একটি স্টার যুক্ত হলো। তোমরা প্রথম যোগ্যতার ভিত্তিতে। যেই যোগ্যতার প্রতিফলন তোমাদের কর্মক্ষেত্রে ঘটবে। তোমরা ভবিষ্যতে আরও উজ্জ্বলতার স্বাক্ষর রাখবে। মানুষ যতটুকু চেষ্টা করবে ততটুকুই পাবে। তাই কঠোর পরিশ্রম করার চেষ্টা করবে। এই অর্জন উচ্চশিক্ষার প্রতিযোগিতায় তোমাদের এগিয়ে রাখবে। শিক্ষকদের প্রতি অনুরোধ আপনারা ভালো পড়াশোনা করাবেন, রেজাল্ট প্রদানের ক্ষেত্রে নমনীয় থাকবেন না।’
বিডি প্রতিদিন/জামশেদ