এজবাস্টন টেস্টে ভারতীয়দের বিপক্ষে দারুণ পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে চূড়ায় হ্যারি ব্রুক। স্বদেশি জো রুটকে সরিয়ে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে উঠেছেন ইংল্যান্ডের এই ব্যাটার। একই ম্যাচে রানের জোয়ার বইয়ে ক্যারিয়ারে প্রথমবার সেরা দশে জায়গা করে নিয়েছেন ভারতীয় অধিনায়ক শুবমান গিল।
বুধবার পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। এক ধাপ এগিয়ে ৮৮৬ রেটিং পয়েন্ট নিয়ে চূড়ায় আছেন ব্রুক। দুইয়ে নেমে গেছেন রুট। আর ব্রুকের চেয়ে তিনি পিছিয়ে আছেন ১৮ পয়েন্টে। গত বছরের ডিসেম্বরে রুটকে সরিয়েই প্রথমবার শীর্ষে উঠেছিলেন ব্রুক। তবে এক সপ্তাহ পরই শীর্ষস্থান পুনরুদ্ধার করেন রুট।
এজবাস্টন টেস্টে ১৫৮ ও ২৩ রানের ইনিংস খেলে আবারও শীর্ষে উঠে এলেন ২৬ বছর বয়সী ব্রুক। ম্যাচটিতে ভালো করতে পারেননি ইংল্যান্ডের সফলতম টেস্ট ব্যাটসম্যান রুট (২২ ও ৬)।
ওই ম্যাচ ৩৩৬ রানে জিতে র্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ষষ্ঠ স্থানে আছেন ভারতের সিরিজে সমতা ফেরানোর নায়ক গিল। গত বছরের সেপ্টেম্বরে তার আগের সেরা অবস্থান ছিল ১৪তম। ভারতের নতুন অধিনায়ক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করেন ২৩ নম্বরে থেকে।
হেডিংলিতে নেতৃত্বের অভিষেকে সেঞ্চুরির পর দ্বিতীয় টেস্টে ২৬৯ ও ১৬১ রান তোলেন গিল। ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে একই ম্যাচে ডাবল সেঞ্চুরি ও দেড়শ ছোঁয়া ইনিংস খেলা প্রথম ক্রিকেটার তিনি। একই টেস্টে ভারতের দ্বিতীয় ও বিশ্বের নবম ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরির কীর্তি গড়েন এই ডানহাতি ব্যাটার। এছাড়া আরও অনেক কীর্তি গড়েন ২৫ বছর বয়সী ব্যাটসম্যান।
গিলের মতো প্রথমবার শীর্ষে দশে জায়গা করে নিয়েছেন জেমি স্মিথ। এজবাস্টনে অপরাজিত ১৮৪ ও ৮৮ রানের ইনিংস খেলে ১৬ ধাপ এগিয়ে ঠিক দশ নম্বরে আছেন ইংল্যান্ডের কিপার-ব্যাটসম্যান।
বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে কোনো পরিবর্তন আসেনি। এজবাস্টন টেস্টে দ্বিতীয় ইনিংসে ছয়টিসহ ম্যাচে ১০ উইকেট নিয়ে ৩৯ ধাপ এগিয়ে ৪৫ নম্বরে আছেন ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পেসার আকাশ দিপ। ৬ ধাপ এগিয়ে ২২ নম্বরে আছেন ভারতের আরেক পেসার মোহাম্মদ সিরাজ। প্রথম ইনিংসে ৬টিসহ ম্যাচে ৭ উইকেট শিকার করেন তিনি।
বোলারদের র্যাঙ্কিংয়ে চূড়ায় আগের মতোই আছেন জাসপ্রিত বুমরাহ। এজবাস্টন টেস্টে এই তারকা পেসারকে বিশ্রামে রেখেছিল ভারত।
বিডি প্রতিদিন/কেএ