বিয়ে স্থায়ী না হওয়ায় ক্ষোভে ঘটককে হত্যা করেছে এক যুবক। ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালুরুতে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম মুস্তফা (৩০)। নিহত ঘটকের নাম সুলেমান (৫০)।
আট মাস আগে সুলেমানের মাধ্যমে শাহিনাজ নামের এক তরুণীর সঙ্গে বিয়ে হয় মুস্তফার। কিন্তু ওই বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি। কিছুদিনের মধ্যেই তাদের সম্পর্ক তিক্ত হয়ে যায়। এরপর পিতা-মাতার কাছে চলে যান শাহিনাজ। এরপর মুস্তফা ও সুলেমানের মাঝে উত্তেজনা দেখা দেয়।
পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, বুধবার সুলেমানকে ফোন করেন মুস্তফা। এরপর অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বিষয়টি সুরাহার জন্য দুই ছেলে রিয়াব ও সিয়াবকে নিয়ে মুস্তফার বাড়িতে যান সুলেমান। ছেলেদেরকে বাইরে রেখে মুস্তফার সঙ্গে ঘরের ভেতর আলাপ করেন তিনি। তবে ওই আলোচনা ফলপ্রসূ হয়নি। ছেলেদেরকে নিয়ে যখন মুস্তফার বাড়ি ত্যাগ করবেন এমন সময় বাইরে এসে হুমকি দিতে থাকেন অভিযুক্ত যুবক। এক পর্যায়ে তিনি সুলেমানের ঘাড়ে ছুরিকাঘাত করে বসেন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সুলেমান। এরপর তার দুই ছেলেকেও আক্রমণ করেন মুস্তফা। তবে তারা কোনও মতে সেখান থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা সুলেমানকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার আগেই মারা যান তিনি।
ম্যাঙ্গালুরু গ্রামীণ পুলিশের পক্ষ থেকে মুস্তফার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পরবর্তীতে মুস্তফাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলমান রয়েছে। সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া
বিডি প্রতিদিন/একেএ