চাঁপাইনবাবগঞ্জে ১৪দিনের বিশেষ লকডাউন আজ সোমবার শেষ হয়েছে। তবে বিশেষ লকডাউন আর বাড়ানো হয়নি। তবে ৭ দিনের জন্য কঠোর বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন।
আজ সোমবার সন্ধ্যায় জেলা করোনা নিয়ন্ত্রণ কমিটির সভায় এই সিদ্ধান্ত ঘোষণা করেন জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ।
মঙ্গলবার মধ্যরাত রাত ১২ টা ১মিনিট থেকে ১৬ জুন তারিখ পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বিধিনিষেধ গুলোর মধ্যে রয়েছে, সব ধরনের দোকানপাট ও শপিংমল বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। মোটরসাইকেলে চালক ব্যতীত অন্য কেউ থাকতে পারবে না। সব ধরনের সাপ্তাহিক হাট বাজার এক সপ্তাহ বন্ধ থাকবে। জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক বিবাহ অনুষ্ঠান জন্মদিন পিকনিক পার্টি বন্ধ থাকবে। রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ থাকবে। খাবারের দোকান ও হোটেল- রেস্তোরা সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খাদ্য সরবরাহ করতে পারবে। তবে খাবারের দোকানে বসে খাবার খাওয়া যাবে না। রিকশায় একজন, অটোরিকশায় দু’জন চলাফেরা করতে পারবে। জেলার মধ্যে গণপরিবহন অর্ধেক আসন সংখ্যা রেখে চলাচল করা যাবে। তবে আন্তঃজেলা পরিবহন বন্ধ থাকবে। অর্ধেকের মধ্যে কেউ স্বাস্থ্যবিধি না মানলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শিল্প-কারখানার সমূহ স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। স্বাস্থ্যবিধি মেনে জুম্মার নামাজসহ প্রতি ওয়াক্তে ২০জন মুসল্লী অংশগ্রহণ করতে পারবেন। অন্যান্য ধর্মালম্বীরা একই পদ্ধতিতে উপাসনা করতে পারবে। কৃষিকাজ ও নির্মাণ কাজের সাথে জড়িত শ্রমিকগণ স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কাজ চালাতে পারবেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন