টাঙ্গাইলের সখীপুরে মুক্তিযোদ্ধা সন্তান রুমি আক্তারের উপর যৌতুক লোভী স্বামীর অমানবিক নির্যাতনের প্রতিবাদে আজ মঙ্গলবার সকালে মানববন্ধন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল।
পৌর সভার মোখতার ফোয়ারা চত্বরে এ মানববন্ধনে বক্তব্য করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম ও গনি, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস সিকদার, সাবেক ডিপুটি কমান্ডার সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল্লাহ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের সাধারণ সম্পাদক কামরুল হাসান আজাদ প্রমুখ।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধার সন্তান রুমি আক্তারের উপর লাঙ্গলিয়া উচ্চ বিদ্যালয়ের মিজানুর রহমান নামের এক শিক্ষকের অমানবিক নির্যাতনের প্রতিবাদে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এদিকে, ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা নিয়ে তাকে গ্রেফতার করে আদালতে মামলার প্রতিবেদন দাখিল করেছে সখীপুর থানার এসআই ফয়সাল আহমেদ। এ ঘটনায় তাকে সাময়িক বহিষ্কারও করা হয়েছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির