২০ জুন, ২০২১ ১৪:০৯

বোয়ালমারীতে ঘর পেল ১৩০ পরিবার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারীতে ঘর পেল ১৩০ পরিবার

সারা দেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারীতে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের (২য় পর্যায়) শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১০টায় বোয়ালমারী অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে আয়োজিত এক অনুষ্ঠানে বোয়ালমারী উপজেলায় নির্মিত ১৩০টি ঘর উপকারভোগী পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন, বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা এবং সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান, বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম, শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যা প্রমুখ।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর