২০ জুন, ২০২১ ২০:৩৬

কুড়িগ্রামে প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেলেন ১ হাজার ৭০ পরিবার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেলেন ১ হাজার ৭০ পরিবার

মুজিববর্ষ উপলক্ষে কুড়িগ্রামে জমিসহ ঘর পেলেন ১ হাজার ৭০ পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব বিতরণ করেন।

রবিবার সদরের পাঁছগাছী ইউনিয়নের নওদাবস এলাকায় নির্মিত ৮৯টি ঘরের প্রঙ্গনে ভিডিও কনফারেন্সে কুড়িগ্রামের সাথে যুক্ত হন প্রধানমন্ত্রী।

কুড়িগ্রামের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণ শিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য আধ্যাপক এমএ মতিন, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আসলাম সওদাগর, রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াব ভুঁইয়া, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সভাপতি মো: জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সুধিজন ও উপকার ভোগীরা। এসময় প্রধানমন্ত্রী সুবিধাভোগী আক্কুল মিয়ার অনুভূতির কথা শোনেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর