নাটোরের লালপুরে ২০২০-২১ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় তৃতীয় ও চতুর্থ পর্যায়ের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ২৭টি প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা করে প্রদান করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, লালপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাফুজুর রহমান, গোপালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম লুলু, লালপুর উপজেলার ১০ টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ আওয়ামী লীগ নেতৃবর্গ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ