কক্সবাজারের টেকনাফ মডেল থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই হাজার ৪৭০ পিস ইয়াবাসহ তিজনকে আটক করেছে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,সোমবার (২৮ জুন) সকালে টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়া পাড়া পাকা রাস্তার উপর থেকে ৪৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়। আটকরা হলেন- টেকনাফ পৌরসভার জালিয়া পাড়া এলাকার মোঃ ইলিয়াছের ছেলে মো. শুক্কুর (২০) ও চৌধুরী পাড়া এলাকার মো. কামালের ছেলে আব্দুল করিম (১৯)।
তিনি আরও জানান, একই দিনে উপজেলার হ্নীলা ইটের ব্রিক ফিল্ডেরর সামনে অভিযান চালিয়ে হ্নীলা পূর্ব সিকদার পাড়ার সৈয়দ হোসেনের ছেলে নুর হোসেন (৩১) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে দুই হাজার ইয়াবা পাওয়া যায়। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত