ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা শিল্পকলা একাডেমির ১০ সদস্যের কার্যনির্বাহী কমিটির অনুমোদন দিয়েছে ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। বাংলাদেশ শিল্পকলা একাডেমির গঠননীতি মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দকে সভাপতি ও অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটনকে সাধারণ সম্পাদক করে গত ২৭ জুন দুই বছর মেয়াদি ১০ সদস্যের এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন উপজেলা প্রকৌশলী এ.কে. এম রফিকুল ইসলাম, নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কৃষ্ণ পাল, দৈনিক ঢাকা টাইমস এর উপজেলা প্রতিনিধি আমীর চারু বাবলু, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ শাহীনুর আলম, ছড়াকার ও কথাশিল্পী এ্যাড. গাজী শাহিদুজ্জামান লিটন, কবি প্রভাষক গীতা সুর, বাংলা টিভি প্রতিনিধি খান মোস্তাফিজুর রহমান সুমন, কণ্ঠশিল্পী রাজিব আহমেদ।
কমিটি অনুমোদন উপলক্ষে গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সদস্যরা কমিটি অনুমোদন দেওয়ায় জেলা প্রশাসক অতুল সরকার এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বেগবান করতে নির্মাণাধীন উপজেলা শিল্পকলা একাডেমি ভবন করে দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেনকে ধন্যবাদ জানান সদস্যরা।
এ বৈঠকে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক অনুরাগী, দাতা ও শিল্পকলা একাডেমির কো-অপ্ট সদস্য বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল কুমার সাহা ও বিশিষ্ট ব্যবসায়ী সুভাস সাহা।
বিডি-প্রতিদিন/শফিক