গাজীপুরের কালিয়াকৈরে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন। এসময় ক্ষুদ্র নৃগোষ্ঠী ১০০ জন শিক্ষার্থীদের মাঝে ২ লাখ টাকা শিক্ষা বৃত্তি ও ৪০ জনকে সাইকেল বিতরণ করা হয়েছে।
এসময় বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই