নেত্রকোনা দুর্গাপুরে করোনার উপসর্গ নিয়ে আইনুদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (৩ জুলাই) সকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে কয়েকঘন্টা পরই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আইনুদ্দিন দুর্গাপুর পৌরসভার ১নং ওয়ার্ডের সাধুপাড়ার বাসিন্দা ।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে আইনুদ্দিন তীব্র মাথা ব্যথা ও জ্বর সর্দি নিয়ে বাড়িতে অসুস্থ অবস্থায় ছিলেন। শনিবার সকালে তার অবস্থার অবনতি হলে ও শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ করোনা রোগীদের জন্য সংরক্ষিত ওয়ার্ডে তাকে ভর্তি করে দেন। এর কয়েকঘন্টার মধ্যে তার অবস্থার অবনতি হলে তিনি মারা যান। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলে করোনা রিপোর্ট পজিটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার তানজিরুল ইসলাম রায়হান। তিনি জানান, এ নিয়ে গত কয়েকদিনে করোনায় উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত