বগুড়ায় বালুবাহী ট্রাক চাপায় রিপন মিয়া (৩০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের গোকুল ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রিপন সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং শিবগঞ্জ উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের বুজরুকমাঝিড়া গ্রামের দুলাল মন্ডলের ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রিপন পড়াশোনার পাশাপাশি শহরের বেসরকারি একটি এনজিও প্রতিষ্ঠানে সিকিউরিটি সুপারভাইজার হিসেবে কাজ করতেন। সকালে কাজে যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে রওনা হলে মহাসড়কের গোকুল ইউনিয়ন পরিষদের সামনে বালু বোঝাই ট্রাক তার মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিপন ছিটকে সড়কে পড়ে গেলে ওই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। এ সময় ট্রাক রেখে চালক ও তার সহযোগী পালিয়ে যায়।
হাইওয়ে থানা পুলিশের ওসি খাইরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় রিপন নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় চালক ও তার সহযোগী পলাতক রয়েছেন। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম