দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশে দীর্ঘদিন কারাভোগের পর নিজ দেশ ভারতে ফিরে গেলেন বাকপ্রতিবন্ধী কিশোরসহ তিন ভারতীয় নাগরিক। মঙ্গলবার দুপুরে হিলি সীমান্তের চেকপোস্টের শূন্যরেখায় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন কর্মকর্তা সেকেন্দার আলী ভারতের হিলি অভিবাসন পুলিশের ওসি শিপ্রা রায়ের নিকট ওই তিনজনকে হস্তান্তর করেন। এসময় বিজিবি ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।
তথ্য নিশ্চিত করে হিলি ইমিগ্রেশন ওসি সেকেন্দার আলী জানান, তিন ভারতীয় নাগরিককে দীর্ঘদিন কারাভোগের পর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ভারতে ফেরত পাঠানো হয়েছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে তারা বিজিবির হাতে আটক হয়েছিল। পরে ভিন্ন মামলায় কারাগারে ছিলেন তারা।
তিনি আরও জানান, ফেরত পাঠানো নাগরিকরা হলেন ভারতের হিলির ধরন্দা গ্রামের বিনত দেব নাথের ছেলে মানিক দেব নাথ (৩০), উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার চতরাগাছ গ্রামের মৃত নাসির উদ্দীনের ছেলে তাজো মুহাম্মদ (৪০) ও উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার চতরাগাছ গ্রামের বরদুল মুহাম্মদের ছেলে বাকপ্রতিবন্ধী কিশোর মাস্টার একেল।
দীর্ঘদিন তারা বিভিন্ন মেয়াদে বাকপ্রতিবন্ধী কিশোর যশোর সংশোধনাগারে এবং অপর দুইজন কারাগারে ছিলেন। দুই দেশের মধ্যে দীর্ঘ পত্রালাপের মাধ্যমে আদালত থেকে তাদের মুক্তির আদেশ দেওয়ায় মঙ্গলবার তাদের দেশে ফেরত পাঠানো হল।
বিডি প্রতিদিন/হিমেল