সিরাজগঞ্জের সলঙ্গায় গরু বোঝাই ট্রাকচাপায় নায়েব আলী (২৫) নামের এক বাইসাইকেল আরোহি নিহত হয়েছেন। আজ শনিবার সকাল নয়টায় দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ফিডার রোডের সাতটিকরি এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত নায়েব আলী জেলার সলঙ্গা থানার রুয়াপাড়া গ্রামের মৃত বছির উদ্দিন সরকারের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী জানান, শনিবার সকাল নয়টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ফিডার রোডের সিরাজগঞ্জের সলঙ্গা থানার সাতটিকরি এলাকায় গরু বোঝাই একটি ট্রাক পিছন দিক থেকে একটি বাইসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাইসাইকেল চালক রাজমিস্ত্রি নায়েব আলী মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটিকে আটক করে। নিহতের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        