কুড়িগ্রামে জেলা আওয়ামী লীগের উদ্যোগে কর্মহীন ও অসহায়দের মাঝে ঈদ উপলক্ষে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় শাপলা চত্বরে দলীয় কার্যালয়ের সামনে ৬ শতাধিক মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চাষী এম এ করিম, শেখ রিয়াজুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান সাজু, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, ধর্ম সম্পাদক হাফেজ মো. ওয়াহেদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাসান মাসুদ মুকুট প্রমুখ।
এদিন নগদ অর্থসহ খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু বিতরণের পাশাপাশি সাবান ও মাস্ক বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর