ময়মনসিংহের ফুলপুরে কঠোর লকডাউন চলাকালীন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে ২০০০ মাস্ক ও ১০০০ সাবান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় ভাষা সৈনিক এম শামসুল হক চত্বরে হাজী রোডের মাথায় অটোরিকশা চালক, চায়ের দোকানদার, দিন মজুর ও পথচারীদের মাঝে মাস্ক ও সাবান বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম সরকার, যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফুলপুর শাখার সভাপতি এড. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ তারাকী বাবুল ও দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম মাহফুজ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে শামসুল হক চত্বর থেকে পশ্চিম দিকে তালতলা হয়ে বাসস্ট্যান্ড, থানা রোড, আমুয়াকান্দা ব্রিজ মোড় ও বালিয়া মোড়সহ বিভিন্ন মসজিদ, মাদরাসা ও গির্জায় এমনকি পৌরসভার অলিগলিতে কুলি, মজুর, ইটখলার শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী ও ধোপা-নাপিতসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে পায়ে হেঁটে হেঁটে এসব সাবান ও মাস্ক বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর