দেশের বাজারে চাহিদা থাকায় দীর্ঘদিন পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুরু হয়েছে সজিনা আমদানি।
মঙ্গলবার সাজিনা বোঝাই একটি মিনি পিকআপ ভারত থেকে হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি শুরু হয়।
পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, মঙ্গলবার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সাজিনা আমদানি হয়েছে। সাজিনা যেহেতু কাঁচামাল তাই এটি যাতে আমদানিকারক প্রতিষ্ঠান দ্রুত সময়ে বাজারজাত করতে পারে সেদিকে লক্ষ্য রেখে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ