মহামারি করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় পটুয়াখালী জেলায় ৫০ হাজার মাস্ক বিতরণ করছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি।
কমিউনিস্ট পার্টির পটুয়াখালী জেলা কমিটির নেতৃত্বে পটুয়াখালী সদর, দুমকি, বাউফল, দশমিনা, কলাপাড়া, রাঙ্গাবালি এলাকায় এই মাস্ক বিতরণ চলমান রয়েছে। সিপিবি কর্মীরা ছাড়াও এই মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করছে ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, মহিলা পরিষদ, কৃষক সমিতি, ক্ষেতমজুর সমিতি, শহীদ রাজু ব্রিগেড, রেড ভলান্ট্রিয়ার্সসহ বিভিন্ন গণসংগঠন।
গত ১ আগস্ট শুরু হওয়া মাস্ক বিতরণ কার্যক্রম চলবে আগামী অক্টোবর পর্যন্ত। সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত গতকাল মঙ্গলবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
এ প্রসঙ্গে কমিউনিস্ট পার্টির পটুয়াখালী জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সমীর কর্মকার বলেন, প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ এখন ছড়িয়ে পড়েছে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে। মানুষ এখন মৃত্যু ঝুঁকি নিয়ে বেঁচে আছেন। সামর্থ্যবানরা নিজেদের সুরক্ষা রাখতে পারলেও, নিম্ন আয়ের অসহায় মানুষরা তা পারেন না।
কমিউনিস্ট পার্টির পটুয়াখালী জেলা কমিটির সভাপতি কমরেড মোতালেব মোল্লা বলেন, আমরা প্রকৃত অভাবী মানুষের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করছি খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। অনেকের চিকিৎসা সহায়তাও প্রদান করেছে সিপিবি।
বিডি প্রতিদিন / অন্তরা কবির