ময়মনসিংহের হালুয়াঘাটে ৮ জন জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। শনিবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার শাহীনুজ্জামান খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে উপজেলার কৈচাপুর ইউনিয়নের খলিশাকুড়ি ও ধুরাইল এলাকা থেকে জুয়া খেলার সরঞ্জামাদিসহ তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন উপজেলার দক্ষিণ পলাশতলা গ্রামের সারোয়ার আলম (৩০), খলিশাকুড়ি গ্রামের নজরুল ইসলাম (৩৫), মনকান্দা গ্রামের মো. আজিজুল ইসলাম (২৫), আ. সাত্তার (৩৫), পূর্ব পাবিয়াজুরি গ্রামের মো. আবু হানিফ (৩৫), মো. নূরুল ইসলাম (৩৫), ধুরাইল গ্রামের ওবায়দুল্লাহ (৩৫) ও মো.মঞ্জুরুল ইসলাম (৪০)।
বিষয়টি নিশ্চিত করে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান খান জানান, এ ব্যাপারে হালুয়াঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ও অভিযুক্তদের আদালতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/আল আমীন