বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগ ৪৬ বার পবিত্র কুরআন খতম, হামদ-নাত ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ শনিবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব হল রুমে এটি করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন উপপরিচালক আব্দুল হামিদ খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ইমাম সমিতির সভাপতি ও পুরাতন ডিসি কোর্ট মসজিদের খতিব মাওলানা মুহাম্মদুল্লাহ, ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা অধ্যক্ষ আবু বকর ছিদ্দীকসহ জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর কামরুজ্জামান সরকার প্রমুখ।
অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার ও সকল সদস্যদের রুহের মাগফিরাত, দেশ এবং জাতির শান্তি কল্যাণ ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ আল-মামুন।
বিডি প্রতিদিন/আল আমীন