ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনের সংসদ সদস্য মনজুর হোসেন বুলবুলের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ ঝাড়লেন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন। রবিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। উপজেলা প্রশাসন এই আলোচনা সভার আয়োজন করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মনজুর হোসেন বুলবুল।
আওয়ামী লীগ সভাপতি এস এম আকরাম হোসেন অভিযোগ করে বলেন, মনজুর হোসেন নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হলেও এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের এড়িয়ে চলেন। উপজেলা আওয়ামী লীগকে তিনি চেনেন না। আওয়ামী লীগের সাথে ওনার কোন সম্পর্ক দেখি না। উনি আওয়ামী লীগের কারো সাথে যোগাযোগ রাখেন না। উনি কখনও দলীয় কার্যালয়ে যান না। দলীয় কোনো প্রোগ্রামে অংশও নেন না। আলফাডাঙ্গায় আসলে দলের কাউকে জানান না। স্থানীয় আওয়ামী লীগের মধ্যে ফাঁটল ধরাতে তিনি বিরোধীদের সঙ্গে নিয়ে চলাফেরা করেন বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরো বলেন, উনি যদি আওয়ামী লীগের দলীয় এমপি হয়ে থাকেন, তা হলে আশা করছি উনি ভবিষ্যতে আমাদের সাথে যোগাযোগ রাখবেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল আউয়াল আকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মনজুর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদ হাসান জাহিদ, পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন ও আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল