২০০৪ সালের ২১ আগষ্ট বোমা হামলার প্রতিবাদে শেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও বোমা হামলায় নিহতদের স্বরণে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ আগষ্ট) বিকেলে জেলা স্বেচ্ছাসেবক লীগ শহরের নিউ মার্কেটে জড়ো হয়ে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে।
পরে শহরের পৌর নিউ মার্কেটে ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটের হলরুমে ২০০৪ সালের ২১ আগষ্ট বোমা হামলায় আওয়ামী লীগের তৎকালীন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভী রহমানসহ যে সকল নেতাকর্মী শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহেদুর রহমান চঞ্চলের সঞ্চালনায় জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আ.স.ম নাছিম কাকনের সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি অজয় চক্রবর্তী জয়, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন আকন্দ, সাবেক সহ-সম্পাদক রোকনুজ্জামান আলমগীর, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা খোরশেদ আলম ইয়াকুব, উপজেলা যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, স্বেচ্ছাসেবক লীগ নেতা জুলহাস উদ্দিন জুলু, আলহাজ্ব লিটন মিয়া প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত