নওগাঁর ধামইরহাটে ১২টি প্রাতিষ্ঠানিক এবং ১টি উন্মুক্ত বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকালে ধামইরহাট বাজারে পূর্ব পার্শে ঘুকসী বিলে এ মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এবং উপজেলা রাজস্ব খাত থেকে এ মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তারিনা আফরোজ, ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার প্রমুখ।
মৎস্য কর্মকর্তা মোস্তারিনা আফরোজ বলেন, উপজেলা পরিষদ পুকুর, বেলঘরিয়া দাখিল মাদ্রাসা পুকুর, বৈদ্যবাটি আবাসন প্রকল্প, মানপুর আবাসন প্রকল্প, বেলঘরিয়া মসজিদ পুকুর, দক্ষিণ শ্যামপুর মসজিদ পুকুর, বড়থা বাজার ধাপের পুকুর, তালান্দার সীমান্ত ফাঁড়ি পুকুর, শিমুলতলী সীমান্ত ফাঁড়ি পুকুর, কাশিয়াডাঙ্গা ক্বওমী মাদ্রাসা পুকুর, ডাকাহার খুলু পুকুর, গুন মসজিদ পুকুর এবং উন্মুক্ত বিল হিসেবে ঘুকসী বিলে মোট ৩৭৬ কেজি রুই, কাতল ও মৃগেল জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার