গাইবান্ধা জেলা বারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ফারুক আহম্মেদ প্রিন্সের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ডাকা তিন দিনের টানা কর্মবিরতি নিয়ে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে বার নেতৃত্ব। বারের সাধারণ সম্পাদক আজ মঙ্গলবার কর্মবিরতির নোটিশ দিলেও বারের সভাপতি তা স্থগিত করেছেন।
পিপি ফারুক আহম্মেদ প্রিন্স জানান, গত ১৭ আগস্ট তার গোডাউন রোডের বাসার চেম্বারে রিয়াজুল জান্নাত নামে এক মক্কেল পাওনা টাকা নিয়ে মামলা দায়ের সংক্রান্ত কাজে আসেন। কিন্তু সেসময় মক্কেলের প্রতিপক্ষ লুৎফর রহমান ২০-২৫ জন লোকসহ চেম্বারে ঢুক রিয়াজুলকে মামলা না করার হুমকি দিয়ে হামলা করে। সেসময় রিয়াজুলকে রক্ষা করতে গেলে হামলাকারীরা পিপি প্রিন্সের ওপর চড়াও হয়ে আসবাবপত্র ভাঙচুর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে গত ২৮ আগস্ট তিনি এ বিষয়ে গাইবান্ধা থানায় লিখিত এজাহার দেন। বিষয়টি জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবুকে অবহিত করেন ফারুক আহম্মেদ প্রিন্স।
সে সূত্রে আজ মঙ্গলবার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু সন্ত্রাসী ঘটনার প্রতিবাদে আসামিদের গ্রেফতার দাবিতে মঙ্গলবার থেকে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন আইনজীবীদের কর্মবিরতির জরুরি নোটিশ জারি করেন। অন্যদিকে ঘটনা জানতে পেরে আজই জেলা বারের সভাপতি অ্যাডভোকেট আহসানুল করিম লাছু কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে সাধারণ সম্পাদককে পত্র দেন।
সেখানে সভাপতি উল্লেখ করেন, কর্মবিরতির নোটিশ সাধারণ সম্পাদকের এখতিয়ার বহির্ভূত কাজ। কর্মবিরতির নোটিশের বিষয়ে সভাপতি আগামীকাল বুধবার সকাল সাড়ে ১০টায় জরুরি সাধারণ সভার আহ্বান করেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা