যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘন্টায় বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি ১৫ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৫৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধির ফলে নতুন করে প্লাবিত হয়েছে মেলান্দহের ঝাওগড়া, ঘোষেরপাড়া, আদ্রা, সরিষাবাড়ীর পিংনা, ডোয়াইল, সাতপোয়া, কামারবাদ, ভাটারা ইউনিয়নের নিন্মাঞ্চল। প্লাবিত হয়েছে দেওয়ানগঞ্জ পৌরসভার নিন্মাঞ্চলও।
সবমিলিয়ে জেলার ৬ উপজেলার ৩০ ইউনিয়নের অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। দেখা দিয়েছে গো-খাদ্যের সংকট। তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। পানির তোড়ে ইসলামপুরের গুঠাইল বাজার এলাকায় সড়ক ভেঙ্গে ডুবে যাওয়ায় ইসলামপুর-গুঠাইল সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সড়কের বিভিন্ন স্থানে পানি উঠায় বন্ধ হয়ে গেছে উলিয়া বাজার-পঁচাবহলা, জারুলতলা-মলমগঞ্জ সড়কও।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের জন্য এখন পর্যন্ত ৭৭ মেক্ট্রিক টন চাল ও নগদ ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার