পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সন্ধ্যা নদীর ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার দক্ষিণ কৌড়িখাড়া ফেরিঘাট এলাকায় আজ রবিবার সকালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তরা ছাড়াও উপজেলার নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সন্ধ্যা নদীর ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম, সুভাষ কর্মকার, সুখ রঞ্জন কর্মকার, সান্টু পাশা, নির্মল কর্মকার প্রমুখ।
বক্তারা নদীর পশ্চিম পাড়ে ফেরীঘাটসহ কৌড়িখাড়া এবং সোহাগদল গ্রামের সরকারি ও বেসরকারি দুটি কলেজ, দুটি প্রাইমারী স্কুল, চারটি মাধ্যমিক বিদ্যালয় এবং বিসিক শিল্পনগরীসহ ইন্দেরহাট ও মিয়ারহাট বন্দর রক্ষার্থে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর