ফরিদপুরের নগরকান্দায় ডাকাতির প্রস্তুুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ইজিবাইক, ৩টি চাপাতি, ৩টি চাকু, ১টি দা, ২টি প্লাস, ১টি রেঞ্জ, ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সোমবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানানো হয়।
রবিবার দিবাগত রাত দুইটার দিকে নগরকান্দা থানার কৃষ্টপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে টহল পুলিশ একটি ইজিবাইক থামায়। এসময় ডাকাত দলটি পালিয়ে যাবার চেষ্টা করলে ডাকাত দলের ৬ সদস্যকে আটক করা হয়। আটককৃতরা হলো সুমন কাজী ওরফে পাপ্পু (২৫), সোহেল মাতুব্বর (২৫), লতিফ মাতুব্বর (৩৮), রবিন মোল্যা (২০), রহিম খান (২০) ও নুর ইসলাম মোল্যা (৫৫)।
আটককৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে বৃহত্তর ফরিদপুর জেলার বিভিন্ন স্থানে ডাকাতি করতো। এ কাজে তাদের সাথে আরো কয়েক ব্যক্তি জড়িত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার