দেশের বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. মোহাম্মদ খালেকুজ্জামান বুধবার বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের (ব্রি) পরিচালক (গবেষণা) পদে দায়িত্ব গ্রহণ করেছেন। এ পদে যোগদানের আগে তিনি কৌলি সম্পদ ও বীজ বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৪ সালে এ ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করে গত ২৭ বছর ধরে বিভিন্ন পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
ব্রি’র প্রকাশনা ও জনসংযোগ বিভাগের সম্পাদক ও প্রধান মো: রাশেল রানা বৃহস্পতিবার বিকেলে জানান, ড. খালেকুজ্জামান ১৯৬৭ সালে নরসিংদী জেলার বেলাবো উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৮৮২ সালে এসএসসি এবং ১৯৮৪ সালের এইচএসসি পাশ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৮ সালে বিএসসি (এজি) সম্মান ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৬ সালে এমএস ডিগ্রি লাভ করেন। ২০০৩ সালে তিনি যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে ড. খালেকুজ্জামান বাংলাদেশের জাতীয় কৃষি গবেষণা সিস্টেম (এনএআরএস) এর আওতাধীন গবেষণা প্রতিষ্ঠানসমূহের মধ্যে অন্যতম জ্যেষ্ঠ বিজ্ঞানী। দেশ-বিদেশের খ্যাতনামা জার্নালে তার ৬৭ টি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। গত প্রায় তিন দশকে তিনি গবেষণা সংশ্লিষ্ট কাজে যুক্তরাজ্য, চীন, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, বেলজিয়ামসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন