তরুণ উদ্যোক্তাদের কর্মসংস্থান সৃষ্টি, ক্ষতিগ্রস্তদের স্বাবলম্বীকরণসহ আত্মকেন্দ্রীক উদ্যোক্তা তৈরিতে অনলাইনে 'দিনাজপুরের উদ্যোক্তা বর্গ' গ্রুপ প্রতিষ্ঠা হয়। গ্রুপ থেকে সেলাররা মাসে ১৫ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আয় করছেন। গ্রুপে খাবার, পোশাক, হস্তশিল্প, ফর্নিচারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সমারোহ নিয়ে জড়িত বিভিন্ন উদ্যোক্তারা ঘর-সংসার সামলিয়ে আশানুরুপ সাড়াও পেয়েছেন।
গত বৃহস্পতিবার রাতে দিনাজপুরের মডার্ন মোড়ে লিগেসী রেস্টুরেন্টে আয়োজিত এসব অনলাইন বিজনেস উদ্যোক্তাদের নিয়ে “উদ্যোক্তা সম্মেলন ও আমার গল্প” শীর্ষক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু।
“দিনাজপুরের উদ্যোক্তাবগ” অনলাইন গ্রুপের এডমিন সম্পা দাস মৌ এর সভাপতিত্বে সাংবাদিক শাহরিয়ার হিরু, রাকিবুল ইসলাম, জিন্নাত হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে এডমিন সম্পা দাস মৌ বলেন, তরুণ উদ্যোক্তাদের কর্মসংস্থান সৃষ্টি, ক্ষতিগ্রস্তদের স্বাবলম্বীকরণসহ আত্মকেন্দ্রীক উদ্যোক্তা তৈরির মূলমন্ত্র ছিল “দিনাজপুরের উদ্যোক্তাবর্গ” গ্রুপ প্রতিষ্ঠার। সকলের সহযোগিতা ও চেষ্টায় আমরা বর্তমানে ৩৩ হাজার সদস্যোর পরিবারে পরিণত হয়েছি। বিভিন্ন উদ্যেক্তা ঘর সংসার সামলিয়ে আশানুরুপ সাড়া পাচ্ছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/হিমেল