আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন গ্রহণযোগ্য ও সুষ্ঠু করতে যা যা করা প্রয়োজন নির্বাচন কমিশন তাই করবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম।
মঙ্গলবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নওগাঁর নিয়ামতপুর, মান্দা, মহাদেবপুর ও রাণীনগর উপজেলার নাগরিকদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে বেগম কবিতা খানম বলেন, গ্রহণযোগ্য ও সুষ্ঠু ইউপি নির্বাচন সম্পন্ন করতে ইতিমধ্যে নির্বাচন কমিশন প্রস্তুতি নিতে শুরু করেছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিষ্ঠার দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি দল-মত নির্বিশেষে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের কাছ থেকেও নিরপেক্ষতা আশা করব।
তিনি আরও বলেন, নওগাঁতে আমার জন্ম। ডিসি, এসপি, নির্বাচন কর্মকর্তা থেকে শুরু করে মাঠ পর্যায়ে যারা দ্বায়িত্ব পালন করবেন তারা অবশ্যই যেন সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেন এই আহ্বান জানান তিনি।
নওগাঁর জেলা প্রশাসক মো: হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের আইডিইএ (আইডেনটিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস) প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের।
অন্যদের বক্তব্য রাখেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার একেএম মামুন খান চিশতী, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে নিয়ামতপুর উপজেলার ১ লাখ ৭৫ হাজার ১টি, মান্দায় ২ লাখ ৭৪ হাজার ৫০৩টি, মহাদেবপুরে ২ লাখ ১১ হাজার ৬৭২টি এবং রানীনগরে ১ লাখ ৩৩ হাজার ৮৭১টি পরিচয়পত্র বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/ এমআই/ ওয়াসিফ