মেহেরপুরের গাংনীতে ৫৩ জন নারী ও পুরুষ আনসার সদস্যদের ভালো কাজের স্বীকৃতি হিসেবে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলা মিলনায়তনে এ বাইসাইকেল বিতরণ করা হয়।
বাইসাইকেল বিতরণের আগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কমান্ড্যান্ট অফিসার মো. রাকিবুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন গাংনী থানার ওসি (তদন্ত) খন্দকার শাহ আলম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাংনী উপজেলা আনসার ও ভিডিপি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা উর্মিলা বিশ্বাস, উপজেলা আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক মো. মামুনুর রহমান, উপজেলা কোম্পানি কমান্ডার নাসির উদ্দীন ও উপজেলা প্রশিক্ষক মোস্থাফিজুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই