২১ সেপ্টেম্বর, ২০২১ ১৭:১৩

প্রতিবন্ধী নারীর প্রতি সহিংসতা রোধে সমন্বয় কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

প্রতিবন্ধী নারীর প্রতি সহিংসতা রোধে সমন্বয় কমিটির সভা

বগুড়া সোনাতলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে প্রতিবন্ধী নারীর প্রতি সহিংসতা রোধে উপজেলা সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে উইমেন উইথ ডিজএ্যাবিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে এবং এ্যারো ও ইউনাইটেড নেশনস ট্রাস্ট ফান্ডের সহায়তায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সোনাতলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা।

উইমেন উইথ ডিজএ্যাবিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বগুড়া জেলা ফ্যাসিলিটেটর গোলাম কিবরিয়ার সঞ্চালনায় সভায় কর্মসূচিটির মূল বিষয়বস্তু উপস্থাপন করেন উইমেন ইউথ ডিজএ্যাবিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বগুড়া জেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল ফয়সাল। 

সভায় বক্তব্য রাখেন ড. এনামুল হক ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ তরিকুল আলম স্বপন, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি ও পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক এএফএম মোমিনুর রফিক, প্রভাষক ইকবাল কবির লেমন ও শামীম সরকার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন জাকির, সোশ্যাল মবিলাইজার সুমাইয়া আক্তার ও আনিকা ইয়াসমিন।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর