গাজীপুরের কালিয়াকৈর প্রেসক্লাবে মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালিয়াকৈর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌরসভার মেয়র প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম তুষার।
আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীরসহ আরও অনেকে। পরে জন্মদিনের কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘটে।
বিডি প্রতিদিন/এমআই