বগুড়ার ধুনট উপজেলায় পুকুর থেকে মনছুর আলী (৭০) নামে নিখোঁজ এক ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে ধুনট পৌরসভার অফিসারপাড়া এলাকার একটি পুকুর থেকে ওই বৃদ্ধ ভিক্ষুকের লাশ উদ্ধার করা হয়। নিহত মনছুর আলী উপজেলার নলডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, মনছুর আলী ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতো। বুধবার সে ভিক্ষা করতে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। কিন্তু নিখোঁজের বিষয়ে আগে কেউ অবগত করেনি। শনিবার পৌর এলাকার একটি পুকুর থেকে ওই ভিক্ষুকের লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/আল আমীন