শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নেত্রকোনা জেলার বিভিন্ন পূজা মণ্ডপে চেক বিতরণ করা হয়েছে।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শনিবার বেলা একটায় শহরের মোক্তারপাড়া জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের ট্রাস্টি সদস্য, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও ৭১ এর প্রতিরোধ যোদ্ধা এ্যাডভোকেট অসিত সরকার সজলের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে জেলা অওয়ামী লীগের নেতৃবৃন্দসহ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় জেলার ৫১৩ টি পূজা মণ্ডপের মধ্যে সদরসহ বিভিন্ন উপজেলার মোট ৮১ টি মন্দিরে পূজার জন্য প্রতি মণ্ডপে ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার দিনব্যাপী ৫১৩ টি মণ্ডপেই সরকারি বরাদ্দের জিআর চাল প্রতি মণ্ডপে অর্ধটন করে বিতরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন