বগুড়া সারিয়াকান্দিতে ৩টি দোকানে চুরি হয়েছে। এ বিষয়ে সারিয়াকান্দি থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে উপজেলার হাটফুলবাড়ী বাজারে মো. রফিকুল ইসলামের ৩টি দোকানে চুরির ঘটনা ঘটেছে।
এ বিষয়ে রফিকুল ইসলাম জানান, গত মঙ্গলবার রাতে আমি এবং আমার দোকানের কর্মচারীরা দোকানগুলো তালা বন্ধ করে বাড়িতে যাই। সকালে দোকানে এসে দেখি আমার একটি দোকানের তালা নাই। অপরগুলোর পার্শ্বের টিন খোলা। দোকানগুলোতে ঢুকে দেখি দোকানের সমস্ত মালামাল চুরি হয়েছে।
সারিয়াকান্দি থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক মিজানুর রহমান জানান, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগটির তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম
 
                         
                                    -13-10-2021.gif) 
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        