শিরোনাম
১৭ অক্টোবর, ২০২১ ০৫:১৩

পদ্মায় ইলিশ ধরায় ৩১ জেলের কারাদণ্ড-জরিমানা

অনলাইন ডেস্ক

পদ্মায় ইলিশ ধরায় ৩১ জেলের কারাদণ্ড-জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে ৩১ জন জেলেকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এর আগে শনিবার দুপুর থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত শিবচর উপজেলায় পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিবচরের উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক এম রকিবুল হাসান জানান, আজ নিষেধাজ্ঞার ১৩তম দিনে জেলা প্রশাসনসহ শিবচর উপজেলা মৎস্য দপ্তর, কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে শনিবার দুপুর থেকে পদ্মা নদীর কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩১ জন জেলেকে আটক করা হয়।

তাদের ১ বছর করে কারাদণ্ড এবং ১ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ২০ হাজার ৫০০ মিটারের বেশি কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ জব্দ করা হয়।

বিডি প্রতিদিন/আবু জাফর

সর্বশেষ খবর