দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। লালমনিরহাটের আদিতমারী উপজেলার আট ইউনিয়নে ভোটারদের সমর্থন আদায়ে আওয়ামী লীগের প্রার্থীর পাশাপাশি বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (ইশা) ও স্বতন্ত্রের প্রার্থীরাও প্রচার চালিয়ে যাচ্ছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে ভোটাররা ভেবেচিন্তেই ভোট দিতে চান।
আদিতমারী উপজেলার আট ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হয়েছে। তবে জাতীয় পার্টির প্রার্থী চূড়ান্ত না হলেও বিএনপির অন্তত ১০ জন প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচনের জন্য মাঠে নেমেছেন।
আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা হলেন-দুর্গাপুর ইউনিয়নে আসাদুজ্জামান (ভুট্টা নান্নু), ভেলাবাড়ীতে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী, কমলাবাড়ীতে মাহমুদ ওমর চিশতি, সারপুকুরে বর্তমান চেয়ারম্যান আজিজুল হক প্রধান, সাপ্টীবাড়ীতে সাবেক চেয়ারম্যান আব্দুস সোহরাব, ভাদাই ইউনিয়নে কৃঞ্চকান্ত বিদুর, মহিষখোচা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী ও পলাশী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শওকত আলী।
এছাড়া অন্যান্য দলের সম্ভাব্য প্রার্থীরা হলেন-দুর্গাপুর ইউনিয়নে সালেকুজ্জামান প্রামাণিক সালেক (বিএনপি), ইছরাউল হক (আওয়ামী লীগ), বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফিরোজুর রহমান নান্নু, ডা. রাসেল মাহমুদ (আওয়ামী লীগ), আল আমিন (ইশা), বখতিয়ার রহমান (জাপা)।
ভেলাবাড়ী ইউনিয়নে ইঞ্জিনিয়ার আবু তালেব (আওয়ামী লীগ), গোলাম কিবরিয়া রিপন (বিএনপি), আনোয়ার হোসেন (জাপা), হাফেজ মাওলানা আজহারুল ইসলাম (ইশা)। কমলাবাড়ী ইউনিয়নে ছাত্রলীগ নেতা ওমর মাহমুদ চিশতি (আওয়ামী লীগ), উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম অপু (বিএনপি), মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি মাঈদুল ইসলাম (বিএনপি), বর্তমান চেয়ারম্যান আলা উদ্দিন আলাল (ইশা)। সারপুকুর ইউনিয়নে উপজেলা কৃষক লীগের সভাপতি বাদশা আলমগীর (আওয়ামী লীগ), যুবলীগ নেতা কবির হোসেন (আওয়ামী লীগ), মজিদুল ইসলাম (আওয়ামী লীগ), উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক নাদিরুল ইসলাম মানিক (বিএনপি), মাহফুজার রহমান (ইশা), সাপ্টীবাড়ী ইউনিয়ন-প্রধান শিক্ষক এনামুল হক (বিএনপি), আসাদুজ্জামান লিপু (বিএনপি), আব্দুল্লাহ আল মামুন (জাপা), সামসুদ্দিন মাস্টার (ইশা)।
ভাদাই ইউনিয়নে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম বাবুল (আওয়ামী লীগ), নুর আলম (জাপা), হাফেজ সফিউল্লাহ (ইশা)। পলাশী ইউনিয়নে খাইরুল বাশার (আওয়ামী লীগ), জেলা স্বেচ্ছাসেবক নেতা আবু হিয়া ইউনুছ (বিএনপি), সাবেক চেয়ারম্যান আলাউল ইসলাম ফাতেমী (জামায়াত), আলহাজ তাহেরুল ইসলাম (জাপা) ও জিহাদ আল আজাদ (ইশা)।
মহিষখোচা ইউনিয়নে সাবেক ইউপি সদস্য বিএনপি ছেড়ে আসা মমতাজ উদ্দিন (আওয়ামী লীগ), নুর আলম শেফাউল (আওয়ামী লীগ), বেলাল হোসেন (জাপা), কামরুল হাসান (বিএনপি), হাফেজ মশিয়ার রহমান (ইশা) সহ চেয়ারম্যান পদে অনেকের নাম শোনা যাচ্ছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুয়ায়ী, আগামী ১১ নভেম্বর আদিতমারী উপজেলার আটটি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১৭ অক্টোবর মনোনয়নপত্র জমা, ২০ অক্টোবর যাচাই-বাছাই এবং মনোনয়ন প্রত্যাহারের দিন নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর।
বিডি প্রতিদিন/এমআই