ময়মনসিংহের ফুলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার বিকেলে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে উপজেলার ইমাদপুরে এই দুর্ঘটনা ঘটে।
ফুলপুর ফায়ার স্টেশন ইনচার্জ আল আমিনের নেতৃত্বে একদল ফায়ার ফাইটার ও ফুলপুর পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মোতালিবের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা জানান, দুর্ঘটনায় ৭-১০ জন যাত্রী আহত হয়েছেন। তবে কেউ গুরুতর আহত হননি।
ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রুবেল মিয়া বলেন, এখানে উপজেলার নিশুনিয়াকান্দা গ্রামের জবান আলীর ছেলে রফিকুল ইসলামকে (৩৫) প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চলে গেছেন।
এছাড়া আহত হালুয়াঘাট উপজেলার বাখাইতলা গ্রামের আরফান আলীর ছেলে আব্দুস সুবহান (৫৫), বেড়তলী গ্রামের হজরত আলীর ছেলে জয়নাল আবেদীন (৫৩) ও ফুলপুর উপজেলার হরিণাদী গ্রামের আব্দুর রহমানের স্ত্রী জহুরা বেগমসহ বাকিরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে জানান ফুলপুর ফায়ার স্টেশনের ইনচার্জ আল আমিন।
বিডি প্রতিদিন/এমআই