শিরোনাম
২০ অক্টোবর, ২০২১ ১৮:৫৮

কুড়িগ্রামে তিস্তার স্রোতে কৃষক নিখোঁজ

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে তিস্তার স্রোতে কৃষক নিখোঁজ

কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীর প্রবল স্রোতে বদিয়াজ্জামান (৩৫) নামের এক কৃষক নিখোঁজ রয়েছেন। তিনি উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙা এলাকার নগর পাড়ার বাসিন্দা। 

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে থেতরাই ইউনিয়নের দড়ি কিশোরপুর এলাকায় সাঁতার কেটে নদী পার হওয়ার সময় তীব্র স্রোতের তোড়ে তিনি নিখোঁজ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করতে নদীতে লাফ দিয়ে নেমে অনেক খোাঁজাখুঁজি করে তার সন্ধান পাননি। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার জানান, নিখোঁজ বদিয়াজ্জামান প্রতিদিনের মতো নিজের গবাদি পশুর ঘাস সংগ্রহ করতে নদীর পাড় হয়ে চরাঞ্চলে যান। এরপর দুপুরের দিকে ঘাসের বস্তা সাথে নিয়ে নদীতে সাঁতার কেটে বাড়ি ফেরার পথে নদীর তীব্র স্রোতে ডুবে নিখোঁজ হন। পরে স্থানীয়রা প্রায় ৪ঘন্টা খুঁজে তার কোন হদিস পাননি। তবে স্থানীয়রা এখনও নৌকা দিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছেন বলে জানান তিনি। 

এ ব্যাপরে উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর