২১ অক্টোবর, ২০২১ ১৯:১৯

বিশ্বনাথে আইনশৃংখলা কমিটির সভা

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

বিশ্বনাথে  আইনশৃংখলা কমিটির
সভা

‘যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে এটাই ধর্মের শিক্ষা। কোন ধর্মই সন্ত্রাসী কার্যকলাপ বা জঙ্গিবাদের শিক্ষা দেয়নি। এবার শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র দেশের কিছু এলাকায় বিশৃংখলা হলেও বিশ্বনাথে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিময় ও সুন্দর পরিবেশে পূজা উদযাপন করেছেন সনাতন ধর্মের অনুসারীরা।

আজ সিলেটের বিশ্বনাথ উপজেলার আইনশৃংখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুনু মিয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসক সুমন চন্দ্র দাশের
সভাপতিত্বে সকাল ১১টায় বিআরডিবি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ আমির আলী, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন, পল্লীবিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক (একাংশ) প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক (অপরাংশ) নবীন সোহেল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দু বৈদ্য।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর