নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া-হেচলাগাতি গ্রামে চার সন্তানের এক জননীকে (৩০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে হেচলাগাতি গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে লাহুড়িয়া-হেচলাগাতি গ্রামের নিজের বাড়িতে ঘুমিয়ে ছিলেন ওই গৃহবধূ। এ সময় তাকে ওই গ্রামের কয়েকজন মিলে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন জানান, ধর্ষণের অভিযোগ পাওয়ার পর গৃহবধূকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
বিডি প্রতিদিন/এএম