এসো করি রক্তদান বেঁচে থাকুক একটি প্রাণ এই শ্লোগান বাস্তবায়নে যুবক-তরুণদের সমন্বয়ে গড়ে তোলা স্বেচ্ছাসেবী জয়পুরহাট অনলাইন রক্তদান সংগঠনের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের সুগার মিল মিলনায়তন এলাকায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জয়পুরহাটে অনলাইন রক্তদান সংগঠনের উপদেষ্টা আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের জয়পুরহাট প্রতিনিধি শামীম কাদির, চকগোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম মাসুদ, জয়পুরহাট অনলাইন রক্তদান সংগঠনের উপদেষ্টা শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসলাম হোসাইন,দপ্তর সম্পাদক জাহিদ হাসান,সদস্য আশরাফুল, আশিক, তামিম, খালিদ, আল আমিন, ওহাব প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ