আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দের দু’দিনের মাথায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শ্রমিকলীগ নেতা আব্দুল হান্নান।
স্বরুপপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে শ্রমিকলীগ নেতা আব্দুল হান্নান (মোটরসাইকেল) প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলীয় মনোনয়ন পরিবর্তন না হওয়ায় আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তের প্রতি অবিচল আস্তা রেখে নৌকা প্রতিকের প্রতি সমর্থন জানিয়ে স্ব-ইচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।
এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সহ-সভাপতি ময়জদ্দীন হামিদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা পরিষদের ভাইফস চেয়ারম্যান আজিজুল হক আজা, সাবেক প্রচার সম্পাদক মুক্তার হোসেন, স্বরুপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক ও স্বরুপপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান, জেলা পরিষদ সদস্য প্রভাষক এম এ আসাদ প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল