হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মিতরা এলাকার কালীবাড়ী মোড় নামক স্থানে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জলাশয়ে ডুবে যায়। এতে অ্যাম্বুলেন্সের দুই যাত্রী পানিতে ডুবে মারা যায়।
ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার দিবাগত রাতে গাবতলি বাস টার্মিনাল থেকে ৫ জন যাত্রী নিয়ে ফরিপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা অ্যাম্বুলেন্সটি রাত ৩টার দিকে মিতরা এলাকার কালীবাড়ী মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জলাশয়ে ডুবে যায়। দুর্ঘটনার সময় গাড়িটিতে চালক ও হেলপাড় সহ মোট ৭ জন আরোহী ছিল। এদের মধ্যে ৫ জন বেড়িয়ে আসতে পারলেও পেছনের সিটে থাকা দুই যাত্রী গাড়ির ভিতরে আটকা পড়ে পানিতে ডুবে মারা যায়। দুর্ঘটনার সাথে সাথে রাস্তার পাশের বাড়ি থেকে স্থানীয় লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবরটি জানালে উদ্ধারকারী একটি দল তৎক্ষণাত ঘটনা স্থলে পৌছে পানির নিচে ডুবে থাকা গাড়ির ভিতর থেকে আটকে পড়া দুই যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করে।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া অ্যাম্বুলেন্সের একজন যাত্রী বলেন, গাড়ির মধ্যে ড্রাইভার হেলপাড় সহ মোট ৭ জন ছিলাম। গাড়িটি হঠাৎ রাস্তা থেকে পাশের জলাশয়ে পড়ে যায়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ